আমার সংগঠন গতানুগতিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, প্রকৃতপক্ষে একজন মুসলমান হিসেবে নিজের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকলক্ষেত্রে সর্বোত্তম জীবন ব্যবস্থা, শরীয়ত প্রণেতা, সরওয়ারে ক্বায়েনাত, দো-জাহানের বাদশাহ্ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ (দঃ)’র আদর্শকে মেনে চলার জন্য নিজের নফ্সের সাথে নিজের সংগ্রাম ঘোষণা করার প্রতিজ্ঞা নিয়ে অফুরন্ত রহমত ও বরকত হাসিল করার দাওয়াত বিশ্বময় পৌঁছে দেওয়ার যে মহান আন্জাম আমার আব্বাজান ক্বেবলা আজীবন দিয়ে গেছেন ওনার ফয়ুজাতের মাধ্যমে সেই ধারাবাহিকতা রক্ষার্থে কাজ করে যাওয়াই অত্র সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য। আসুন, আমরা বিগত জীবনের ভুলক্রটির জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে জাগতিক সকল শরীয়ত বিরোধী কর্মকান্ড ত্যাগ করে আখেরাতে জবাবদিহিমূলক জীবন-যাপন করি যাতে দুনিয়া ও আখেরাত উভয়ই আমাদের জন্য শান্তিময় হয়।