

























































আশেকানে গাউছে মোখ্তার যুব কমিটি বাংলাদেশ
(কুতুব শরীফ দরবারের একটি আধ্যাত্নিক সংগঠন)
হযরত গাউছে মোখ্তার বাবাজান কেবলা(রহঃ)এর মহান বাণী
- আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্বদম-বক্বদম, আমি গাউছে মোখ্তার , আমি গাউছে এখ্তিয়ার, আমি মুছলেহ্ আ'জম, আমি রুহুল কাদের গণি।
- আমার দরবার আল্লাহর দরবার, আামার দরবারে যারা আসবে তারা আল্লাহর মেহমান। আদবের সহিত যেই ব্যক্তি সঠিক নিয়তে আমার দরবারে এসে একবেলা তাবাররুক খেয়েছে তাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না, কিন্তু অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
- অন্তরে আমার মহব্বত নিয়ে বিপদের সময় পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আমাকে স্মরণ করলে মুহূর্তেই তোমাদের উদ্বার করব, সৃষ্টি জগৎ জুড়ে আমার বেলায়তের ক্ষমতা বিরজমান।
- দ্বীন ও মিল্লাতের মূল সমস্যা যেখানে আমি সেখানেই কাজ করছি, যারা আসল সমস্যা উপলব্ধি করবে তারাই আমার কাজ বুঝতে পারবে।
- আমার জিকির হাততালি নয় বরং হাতের চাপড়, এই চাপড়ের মাধ্যমে যার নফ্স তাকে দিয়ে আঘাত করাই, যাতে মানুষ আত্মশুদ্ধি লাভ করে।
-
অত্র সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য
বিশ্বব্যাপী ইসলাম আজ এক কঠিন মোকাবেলার সম্মুখীন। মুসলিম অনৈক্য, ইসলামের প্রকৃত আদর্শ ও আক্বীদাগত দৃঢ়তার অভাবে মুসলমানরা দিশেহারা হয়ে পড়েছে। ইসলামের চিহ্নিত শত্রু কাফের এবং মুসলমান নামধারী মুনাফিক চক্রের ষড়যন্ত্রের স্বীকার হয়ে অনেক নবী-ওলি প্রেমিকগণ পথভ্রষ্ট হতে চলেছে। সবকিছু মিলিয়ে ইসলামের আসলধারা সুন্নী মতাদর্শ ভিত্তিক মুসলিম উম্মাহ্ আজ বড় অসহায়। এই চরম সংকটময় মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর প্রিয় হাবীব হযরত মুহাম্মদ মোস্তফা (দঃ) তথা সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামগণের শাশ্বত বাণী চলমান বিশ্বে তুলে ধরে সুন্নীয়ত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে অলিকুল সম্রাট, গাউছে মোখ্তার , মোজাদ্দিদে আখেরুজ্জামান, খাতেমুল আউলিয়া, হযরতুল আল্লামা শাহ্ আব্দুল মালেক মুহিউদ্দীন আ’জমী আল-কুতুবী (রাঃ)’র নির্দেশে তাঁহার প্রাণপ্রিয় ছাহেবজাদা, রাহ্বারে আলম, হাদীয়ে জামান, হযরতুল আাল্লামা শাহ্ আব্দুল করিম আল-কুতুবী (ম.জি.আ.)’র নেতৃত্বে অত্র সংগঠন দীর্ঘকাল যাবৎ নির্ভিক ও নিরলস ভূমিকা পালন করে আসছে। মুসলিম উম্মাহর ঈমান-আক্বীদা সংরক্ষণ, সুন্নী মুসলমানদের অস্তিত্ব রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার জন্য অমুসলিম, ইসলাম নামধারী মুনাফিক ও ইসলামের মূলধারা বিকৃতিকারী ত্রি-চক্রের অশুভ তৎপরতাকে ভেঙ্গে দিয়ে কোরআন, হাদীস, ইজমা, কিয়াসের ভিত্তিতে পরিচালিত আহ্লে সুন্নত ওয়াল জামায়াতের পতাকাকে উড্ডয়ন রাখাই অত্র সংগঠনের উদ্দেশ। হযরত গাউছে মোখ্তার বাবাজান কেবলার জীবদ্বশায় তিনি বহুবার বলেছেন ‘‘আমি রাসূলে পাক (দঃ) এর ক্বদম-বক্বদম”। এই মহান বাণীর প্রতি অগাধ বিশ্বাস, ভক্তি ও ভালবাসা বুকে ধারণ করে হযরত বাবাজান কেবলার প্রদর্শিত পথ-মতকে অনুসরণ, অনুকরণ করে চলাই আমাদের আদর্শ ও উদ্দেশ্য। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে অত্র সংগঠনে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে নিজ ও সমাজকে অশান্তি, হানাহানি, বাবা-মায়ের অবাধ্যতা, বেপর্দা ও বেহায়াপনা, অপসংস্কৃতি, নেশাগ্রস্থতা ইত্যাদি সকলপ্রকার কুকর্ম হতে রক্ষা করে সমাজে আল্লাহ-রাসূল (দঃ) ও আউলিয়ায়ে কেরামগণের প্রদর্শিত পথ-মতকে প্রতিষ্ঠিত করে ইসলামের ইতিহাসে গৌরবোজ্জল অধ্যায় সূচনা করি এবং আমাদের ভবিষ্যত প্রজন্ম সত্য-শান্তি ও সুন্দরের পথে চলার মডেল হিসেবে এই ধারা যেন গ্রহণ করতে পারে সেভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রাখি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে শেষ বিচারের দিনে মুক্তির উছিলা হিসেবে কবুল করুন।
-আমিন