Author: web editor
চন্দনাইশে গাউছে মোখ্তার যুব কমিটির উদ্যোগে মাহফিল সম্পন্ন
আনোয়ারায় নঈম উদ্দীন আলকাদেরী (রহ.)’র ওরশ সম্পন্ন

চন্দনাইশে গাউছে মোখতার যুব কমিটির উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী মাহফিল সম্পন্ন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব কেশুয়া গাউছে মোখ্তার যুব কমিটির উদ্যোগে মাহে রবিউল আওয়াল উপলক্ষে শুক্রবার (২৯ নভেম্বর) রাতব্যাপী পূর্ব কেশুয়া নুরুন্নবী জামে মসজিদ মাঠে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেকানে গাউছে মোখ্তার যুব কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুতুব শরীফ দরবারের যুগ্ম-পরিচালক (প্রশাসন) শাহাজাদায়ে গাউছে মোখ্তার, রাহবরে আলম, […]