
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ,বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অলিকুল সম্রাট,সুলতানুল আরেফিন, খাতেমুল আউলিয়া, মোজাদ্দিদে আখেরুজ্জামান,গাউছে মোখ্তার, হযরতুল আল্লামা শাহ্ আব্দুল মালেক মহিউদ্দিন-আজমী আল-কুতুবী (রঃআঃ) বাবাজান কেবলার ২১তম পবিত্র বার্ষিক ওরস মোবারকের দাওয়াত প্রদান করেন শাহজাদায়ে গাউছে মোখ্তার, রাহবারে আলম, হাদিয়ে জামান, হযরতুল আল্লামা শাহ্ আব্দুল করিম আল-কুতুবী আল-আজমী (মঃজিঃআঃ)।এতে আরও উপস্থিত ছিলেন
আশেকানে গাউছে মোখতার যুব কমিটি বাংলাদেশ
কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ।