
আজ রাত সাড়ে আটটার সময় কক্সবাজার হোটেল কক্স টুডে বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সম্মানিত শাহজাদায়ে গাউছে মুখতার,রাহবারে আল্লামা ,হাদিয়ে জামান,হযরতুল আলামা শাহ আব্দুল করিম আল-কুতুবী আল-আজমী (মঃজিঃআঃ)।এতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং এডিশনাল পিপি এডভোকেট রনজিত কুমার দাস ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক খোরশেদ আলম কুতুবী এবং আশেকানে গাউছে মুখতার যুব কমিটির বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ।