কুতুবদিয়ায় করোনা দুর্যোগে খাদ্য সামগ্রী নিয়ে দুঃস্থদের পাশে শাহজাদা আব্দুল করিম

আশেকানে গাউছে মোখ্‌তার যুব কমিটি বাংলাদেশ  > নিউজ, সব-নিউজ >  কুতুবদিয়ায় করোনা দুর্যোগে খাদ্য সামগ্রী নিয়ে দুঃস্থদের পাশে শাহজাদা আব্দুল করিম
0 Comments
হযরতুল আল্লামা শাহ্‌ আব্দুল করিম আল-কুতুবী(ম.জি.আ.)

করোনা মহামারীর বিস্তার ঠেকাতে সারা দেশের সাথে দ্বীপ উপজেলা কুতুবদিয়াকেও লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে কর্মসংস্থান বন্ধ হয়ে যায় বিভিন্ন পেশাজীবীর। তাদের মধ্যে বেশী সমস্যায় রয়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবার।

এ পরিস্থিতিতে স্থানীয় কর্মহীন, দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন অলীকুল সম্রাট হযরত আল্লামা শাহ আব্দুল মালেক আল কুতুবী মুহিউদ্দিন (রাহ:) এর সুযোগ্য সন্তান, কুতুব শরীফ দরবারের যুগ্ন পরিচালক ও আশেকানে গাউছে মোখতার যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাদা আব্দুল করিম আল কুতুবী।

তিনি কুতুবদিয়া দ্বীপের দক্ষিণ ধূরুংয়ের অতি দরিদ্র অসহায়, দিনমজুর পরিবারের খোজ-খবর নেন এবং আজ (১৯ এপ্রিল) সকালে অর্ধশত পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন। খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল- চাউল, ডাল, আলু, পিয়াজ, তৈল ইত্যাদি।

শাহজাদা আব্দুল করিম বলেন- এলাকায় অতি দরিদ্র অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ খাদ্য সামগ্রী গুলো “আশেকানে গাউছে মোখতার যুব কমিটি বাংলাদেশ” কেন্দ্রীয় কমিটির উদ্দোগে দেওয়া হয়েছে। এলাকায় খোজ-খবর নিয়ে আরো দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। যতদিন এ মহামারি করোনা’র দূর্যোগ থাকবে ততদিন দরিদ্র পরিবারের মাঝে কমিটির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে বলেও জানান।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ও সহযোগিতায় আরো যারা ছিলেন, রুহুল আমিন কুতুবী, ‘আশেকানে গাউছে মোখতার যুব কমিটি বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মো: শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: মোরশেদ, প্রচার সম্পাদক ছৈয়দ মো: শাহজাহান দিনার, সদস্য- আবুল কালাম আযাদ, অহিদুল ইসলাম, আব্দুল জলিল, মিজানুর রহমান, সাইফুজ্জামান জাবেদ, হামিদুল ইসলাম, আতাউর রহমান কাইচার প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Twitter