
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব কেশুয়া গাউছে মোখ্তার যুব কমিটির উদ্যোগে মাহে রবিউল আওয়াল উপলক্ষে শুক্রবার (২৯ নভেম্বর) রাতব্যাপী পূর্ব কেশুয়া নুরুন্নবী জামে মসজিদ মাঠে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেকানে গাউছে মোখ্তার যুব কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুতুব শরীফ দরবারের যুগ্ম-পরিচালক (প্রশাসন) শাহাজাদায়ে গাউছে মোখ্তার, রাহবরে আলম, হাদিয়ে জামান, হযরতুল আল্লামা শাহ্ আব্দুল করিম আল কুতুবী আল-আজমী (মাঃ জিঃ আঃ)। আলহাজ্ব মুহাম্মদ বদরুল হক সওদাগরের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা প্রধান বক্তা ছিলেন, আনোয়ারা বটতলী রুস্তমহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম বিন সৈয়দ ফারুকী। বিশেষ বক্তা ছিলেন, উত্তর বন্দর মসজিদ-উল ইক্বরা জামে মসজিদের খতিব মাওলানা ইদ্রিছ আল-কাদেরী, গুয়াপঞ্চক নবনূর জামে মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান আল-কাদেরী, নুরুন্নবী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইছহাক আল-কাদেরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পীর ও দরবার যার যার, সুন্নীয়ত সবার। কুতুব শরীফ দরবারে সকল দরবারের অনুসারীরা যায়। এই দরবারের অন্যতম কর্ম নীতি হচ্ছে প্রিয় রাসুলের (দঃ) রেখে যাওয়া সুন্নাতসমূহকে পুনরুজ্জীবন দান করা এবং রাসুলের অনুপম আদর্শ বাস্তবায়নের দিকে মুসলমানদের ধাবিত করা। এসময় তিনি আরো বলেন, শুধু মুখেই আশেকে রাসুল দাবি করলে হবে না, কথাবার্তা, আচার-আচরণ, পোষাক-পরিচ্ছদসহ জীবনযাপনের প্রতিটি ধাপে প্রিয় নবীজির সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, সব কিছুর ঊর্ধ্বে এমনকি নিজের জানমালের চেয়েও বেশি ভালবাসতে হবে প্রিয় রাসুলকে। আর এর মাধ্যমেই বহিঃপ্রকাশ ঘটে সত্যিকার রাসুল প্রেমের এবং অর্জিত হবে প্রিয় নবীর সন্তুষ্টি। বাস্তবিকপক্ষে সুন্নাতে নববী ও আদর্শের অনুসরণকারীই হচ্ছেন প্রকৃত আশেকে রাসুল। মাহফিলে উপস্থিত মুসল্লীদের জিকিরে আল্লাহ্-বাআজি, আল্লাহ্-বাআজি ধ্বনিতে এক অভূতপূর্ব দৃশ্যের সূচনা হয়। জিকির, মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।