
চন্দনাইশ উপজেলা গাছবাড়িয়া জোয়ারা রাস্তার মাথা দি কিং অব চন্দনাইশ কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার বাদে মাগরিব হইতে চন্দনাইশে আশেকানে গাউছে মোখতার যুব কমিটির উদ্যোগে হযরত গাউছে মোখতার বাবাজান কেবলা (রাহঃ) এর স্মরণে আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে মোঃ মনজুর হোসেনের সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন যুগ্ম-পরিচালক (প্রশাসক), কুতুব শরীফ দরবার এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাজাদায়ে গাউছে মোখ্তার, রাহবরে আলম, হাদিয়ে জামান,হযরতুল আল্লামা শাহ্ আব্দুল করিম আল কুতুবী আল- আজমী ( মাঃ জিঃ আঃ) সম্মানিত মেহমান ছিলেন চন্দনাইশ উপজেলার ভাইচ চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী, প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ, হযরত চিকন খলিফা সিনিয়র মাদ্রাসার হযরত আলহাজ্ব মাওলানা হাফেজ আহমদ আল- কাদেরী।
বিশেষ আলোচক ছিলেন খতিব উত্তর গুয়াপঞ্চক নবনূর জামে মাসজিদ হযরত মাওলানা সাইদুর রহমান আল- কাদেরী এবংচন্দনাইশে আশেকানে গাউছে মোখ্তার যুব কমিটির সকল সদস্য প্রমুখ।
আলোচনা সভা ও সম্মেলন মিলাদ শেষে জিকির ও দোয়া মোনাজাত করেন সবাই।