
চট্টগ্রামের আশেকানে গাউছে মোখতার যুব কমিটি বাংলাদেশ আনোয়ারা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার ডায়মন্ড কমিউনিটি সেন্টারে আনোয়ারা উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা জাকের হোসাইন আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুতুব শরীফ দরবারের সাজ্জাদানশীল আশেকানে গাউছে মোখতার যুব কমিটির চেয়ারম্যান শাহাজাদায়ে গাউছে মোখতার, রাহবরে আলম আল্লামা শাহ আবদুল করিম আল কুতুবী।
বৈরাগ ইউনিয়নের সভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিছ আলকাদেরীর সঞ্চালনায় প্রধান আলোচক উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আলকাদেরী, আলোচক বারখাইন জামেয়া জুমহুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকি, অন্যান্যাদের মধ্যে উত্তর গুয়াপঞ্চক নবনূর জামে মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান, আবদুর রউফ চৌধুরী টিপু, আজিজুল হক, সেকান্দর ফকির, মেজবাহ উদ্দিন সোহেল, মোহাম্মদ মোরশেদ খানসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।